নামিবিয়াকে ১৬৫ রানের টার্গেট নেদারল্যান্ডসের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৫:৪০ পিএম

আইসিসি বিশ্বকাপের প্রথম পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে নামিবিয়া ও নেদ🐭ারল্যান্ডস। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক জিরহার্ড এরাসম💃াস। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৪ রান তুলে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডসের হয়ে ব্যাটিংয়ে ওপেনিংয়ে করেন ম্যাক্স ও'দোদ ও স্টিফান মাইবার্গ। পাওয়ার প্লের শেষ ওভারে ৪২ রানে ভাঙে দুইজনের ওপেনিং জুটি। ফ্রাইলিঙ্কের বলে বার্ডের হাতে ক্যাচ দিয়ে ১৭ রান করে আউট হন স্টিফান মাইবার্গ। 

এরপর ভ্যান ডার ম্যারুউ নেমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ৬ রান করে ডেভিড ওয়াইজের বলে স্কোলজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরꦍে🌌 ফিরেন তিনি। 

এরপর দলের হাল ধরে ৮২ রানের জুটি গড়েন ম্যাক﷽্স ও’দোদ ও অ্যাকেরম্যান। একটি করে চার ও ছয়ে ৩২ বলে ৩৫ রান করে আউট হন অ্যাকেরম্যান।

নেদারল্যান্ডসের ব্যাটসম্যান সর্বোচ্চ ৭০ ♏রান করেন ওপে🌌নার ম্যাক্স ও’দোদ। একটি ছয় ও চারটি চারের মাধ্যমে ৫৬ বলে এ রান করেন তিনি। 

নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করেꦏ ꦬনেদারল্যান্ডস। 

নামিবিয়ার হয়ে দুই উইকেট নিয়েছেন ফ্রাইলিঙ্ক। এছাড়া এ🌜কটি উইকেট নিয়েছেন ডেভিড ওয়াইজ। 

‘এ’ গ্রুপে এখন পর্যন্ত জয়ের দেখা ജপায়নি নামিবিয়া ও নেদারল্যান্ডস। 

আরও সংবাদ