সাবেক অজি ক্রিকেটার স্লাটার গ্রেপ্তার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৫:০৯ পিএম

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার তথা বিখ্যাত ধারাভাষ্যকাܫর মাইকেল স্লাটারকে গ্রেপ্তার করা হ🎃য়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডোমেস্টিসক ভায়োলেন্সের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। 

স্লাটারের গ্রেপ্তার হওয়ার খবরটি বে🌠শ ফলাও করে প্রচার করেছে অস্ট্রেলিয়ার মিডিয়াগুলো। 

বুধবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে জানায় নিউ সাউথ ওয়েলস পু🌃লিশ জানায়, &ls🐻quo;অভিযোগের ভিত্তিতে তদন্তের পর গোয়েন্দারা ম্যানলিতে ৯টা ২০ নাগাদ এক বাড়িতে যান এবং ৫১ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সে ম্য়ানলি পুলিশ স্টেশনে রয়েছে।’

বেশ কিছুদিন ধরেই নেতিবাচক কাজের জন্য একাধিকবার শিরোনামে উঠে আসেন স্লাটার। চলতি বছরের প্রথম দিকে কড়া অস্ট্রেলিয়ান নিয়মকানুনের জেরে সাময়িকভাবে আইপꦜিএল ফেরত অজি ক্রিকেটারদের দেশে ঢুকতে না দেওয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিপক্ষে সামাজিক যোগাযোগমꦺাধ্যমে ক্ষোভ জানিয়েছিলেন স্লাটার। কিছুদিন আগে মালদ্বীপে ডেভিড ওয়ার্নারের সঙ্গেও তার হাতাহাতি খবর ছড়িয়ে পরে। যদিও দুই পক্ষই তা অস্বীকার করেন। 

সাবেক অজি তারকা ক্রিকেট মহলে অত্যন্ত পরিচিত মুখ। অজিদের হয়ে ৭৪টি টেস্টেꦚর পাশপাশি ৪২টি এক দিনের ম্যাচে খেলেছেন তিনি। 

স্লাটারের এ বিতর্কেಌর কারণে তাকে সম্প্রতি এক ব্রডকাস্টার ধারাভাষ্যকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও সংবাদ