প্রথম রাউন্ডে কোয়ালিফাই করার পর কে কোথায় খেলবে তা বিশ্বকাপ শুরুর আগেই জানিয়েছিল আইসিসি। 🅷কিন্তু হঠাত করেই সꦰেই নিয়মের পরিবর্তন এনেছে আইসিসি। এতে বাংলাদেশের লাভ না হয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি।
সুপার টুয়েলভে যাওয়ার জন্য দুই গ্রুপে ভাগ হয়ে লড়ছে আটটি দেশ। এর মধ্যে থেকে চারটি দেশ খেলবে পরের রাꦓউন্ডে।
এখানে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া লড়ছে পরস্পরের বিপক্ষে। আর ‘বি’ গ্রুপে বাং🐎লাদেশ ছাড়াও আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
প্💙রতি গ্রুপ থেকে শীর্ষ𝓡 দুইটি করে দল খেলবে পরের রাউন্ডে। বাকি চারটি দল ধরবে দেশের টিকিট।
এর আগে আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের গ্রুপে চ্যাম্পিয়নস বা রানার-আপই হলে, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ-২’ তে আর শ্রীলঙ্কানরা ‘গ্রুপ-১' এ খেলবে।
তবে সেই নিয়মে পরিবর্তন এনে আইসিসি এবার জানিয়েছে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ ওয়ান’ এ এবং রানার-আপ দল &ls🧸quo;গ্রুপ টু’ এ খেলবে। অনুরূপভাবে ⭕‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ টু’ এবং রানার-আপ দল ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।
বিশ্বকাপের 'বি' গ্রুপে দুই ম্যাচ খেলে একটি করে জয় ও পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।