স্কটল্যান্ডের কাছে হারার চিন্তাও করেননি পাপন 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৮:৩৬ পিএম

র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকলেও এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। এরই মধ্যে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে টাইগাররা। তাও আবার স্কটল্যান্ডের বিপক্ষে। টাইগারদের এমন হারে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর🦋্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

ক্রিকেটে যেকোনো দল হারতে পারে। তবে দলের জেতার জন্য দরকার সঠিক প্রচেষ্টা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত খেলতে হয়। অথচ গত ম্যাচে শুরুর দিকে বোলাররা ভালো করলಞেও শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলে তারা। পাপনের মতে কোন বোলার কত উইকেট পেয়েছেন তা দিয়ে তিনি বিচার করেন না, তার কাছে উইকেটের চেয়ে রান আটকানোটাই হচ্ছে বড়। 

বাংলাদেশের ম্যাচ 𒅌দেখার জন্য ওমানে আছেন বিসিবি প্রেসিডেন্ট পাপন। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘এটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন। ভালো কিছু বলার মত কিছু নাই। হারার মধ্যেও ভালো কিছু প্রাপ্তি থাকে, এখানে পুরোটাই লস।’

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে হারবে তা কোনো ভাবে চিন্তাই করতে পারেননি বিসিবি প্রেসিডে🐷ন্ট। পাপন বলেন, ‘পুরো ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। কখনও চিন্তাও করা যায়নি আমরা স্কটল্যান্ডের কাছে এই ম্যাচ হারতে পারি।’

পাপন আরও বলেন, ‘এর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে প্র্যাকটিস ম্যাচ হেরেছি। যদিও হারা উচিত হয়নি, তারপরও মনে হয়েছে নিয়মিত কয়েকজন খেলোয়াড় নেই এজন্য এমন হতেই পারে। কাল তো এই সমস্যা ছিল না। তামিম ছাড়া পুরো দলই খেলেছে। এভাবে হেরে যাব এটা চিন্তায়ও আসেনি। চিন্তাও করিনি স্ক💞টল্যান্ডের কাছে হারতে পারি।’

আরও সংবাদ