৭ উইকেটের জয় পেল আইরিশরা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৭:০৫ পিএম

বিশ্বকাপের 'এ' গ্রুপের ম্যাচে আরব আমিরাতের মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১০৬ রান তুলে নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রথম এ পর্বের ম্যাচে জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে ২৯ বল হাতে রেখেই কাঙ্খিত লক্ষ্য পৌঁছায় আইরিশরা। ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। 

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১০৬ রান করে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ওদৌদের ব্যাট থেকে আসে ৫১ রান। কলিন আকেরম্যানের 🌸ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া পিটার সিলার ২১ ও লোগান ভান বিকের ব্যাট থেকে আসে ১১ রান। ডাবল হ্যাট্রিক করেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। এছাড়া মার্ক আডাইরের 🐓শিকার তিন উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় আইরিশরা। ওপেনার কেভিন ও'ব্রায়েন করেন ৯ রান। আরেক ওপেনার পল স্টার্লিং ৩০ রানের অপরাজিত ইনিংস। আন্দ্রে বিলিবার্নের ব্যাট থেকে আসে ৮ রান। 

এরপর গ্যারেথ ডিলানি নেমে ঝড়ো ইনিংস খেলতে থাকেন। শিলারের বলে বোল্ড হওয়ার আগে দুইটি ছয় ও পাঁচট🔯ি চারের মাধ্যমে ২৯ বলে ৪৪ রান ক💜রেন তিনি। ;

♐এছাড়া🔯 পল স্টারলিং ৩০ ও কার্টিস ক্যাম্পার ৭ রানে অপরাজিত ছিলেন। 

দিনের অপর ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কাಞ। 

আরও সংবাদ