বছর শেষে অনিশ্চয়তা কাটল চ্যাম্পিয়ন্স ট্রফির

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০২:১৩ পিএম
ছবি: প্রতীকী

বছরজুড়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের ২০২৫ সালের আয়োজন নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। বারবার খবরের শিরোনাম হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। অবশেষে হাইব্রিড মডেলেই পাকিস্তানের মাটিতে💜 অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি-মার্চের এই ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট আসর। ভারতের দাবি ও পাকিস্তানের শর্ত মেনে নেওয়া সাপেক্ষে হলো সমাধান। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে অনিশ্চয়তাও কাটল।

ভারতের দাবি ছিল হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে হবে এবারের আসর। অর্থাৎ টুর্নামেন্টে আয়োজক থাকবে পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে, নিরপেক্ষ কোনো ভে💯ন্যুতে।

ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিꦫড মডেলে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আর শর্ত অনুযায়ী এর বদলে পাকিস্তানও ভবিষ্যতে ভারতে অনুষ্ঠেয় আইসিসির ইভেন𒁏্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলবে।

আইসিসি রেজুলেশন সূত্রে জানা গেছে, ২০১৪﷽-২৭ সাইকেলে আইসিসির যেসব ইভেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হবে, সেই ইভেন্টগুলোতে ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। একইভাবে পাকিস্তানও ভারতে অনুষ্ঠিত ইভেন্টগুলোতে যোগ দিতে দেশটিতে যাবে না। তারাও নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। নিরপেক্ষ ভেন্যুর নাম প্রস্তাব করবে আয়োজক বোর্ড এবং তাতে আইসিসির অনুমোদন লাগবে।

নির্ধারিত সাইকেলের মধ্যে রয়েছে পাকিস্💖তানে অনুষ্ঠ♚েয় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার আয়োজক ভারত ও শ্রীলঙ্কা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নানা ধরনের চেষ্টা করে ভারতীয় দলকে তাদের দেশে আনার জন্য। তারা ভারতের ম্যাচগুলো তাদের সুবিধা অনুযায়ী বিশেষ স্টেডিয়ামে আয়োজনেরও প্রস্তাব করে। কিন্তু ভারত তা মানতে রাজি হয়নি। ফলে একসময়🍷 টুর্নামেন্টটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে। যাহোক, শেষ পর্যন্ত এই আকর্ষণীয় ইভেন্টটি আলোর মুখে দেখতে পাচ্ছে, সেটাই♊ বড় কথা।

বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিলꦿ্যান্ড খেলবে ‘এ’ গ্রুপে। আর অস্ট্রেলিয়া, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভ🧸ারতের বিপক্ষে।