ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপ নেই পাকিস্তানের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৩:১৬ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর সপ্তাহ খানেক। বিশ্বকাপের সূচী আগেই প্রকাশ করায় কে কোন দলের বিপক্ষে খেলবে হবে তা জেনে গেছে সবাই। আগামী ২৪ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে দেখা হবে ভারত-পাকিস্তানের। আসন্ন এ ম্যাচকে ঘিরে চূড়ায় উঠছে উত্তেজনার পারদ। তবে এ উত্তেজনা থেকে দূরে থাকতে চাইছেন পাকিস্তান দলে🦂র উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।  

পাকিস্তানের উইকেটরক্ষক বꦕ্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান বলেন, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচকে আলাদা ভাবে দেখছি না। এই ম্যাচটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে গণমাধ্যম আর দুই দেশের সমর্থ𒉰কেরা।’’ 

এই ম্যাচে চাপ কেমন থাকবে সে বিষয়ে রিজওয়ান বলেন, ‘‘ভারতের বিপক্ষে খেলতে হবে ভেবে নিজেদের চাপে রাখতে চꩲায় না ক্রিকেটারেরা। এটা করতে গিয়ে অতীতে আ꧂মাদের ক্ষতি হয়েছে।’’

নিজেদের দেশে যখন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ ছিল না তখন আরব আমিরাতে নিয়মিত সিরিজ খেলত পাকিস্তান। এর জন্য আলাদা সুবিধা পাবেন কিনা তা জানতে চাওয়া হলে রিজওয়ান বলেন, ‘‘আমি বিশ্বাস করি না, আমিরশাহিত🌟ে পাকিস্তান বা অন্য কোনও দল বিশেষ সুবিধা পাবে। এটা সত্য যে বেশ কয়েক বছর ধরে আমরা ওখানে নিয়মিত খেলছি।’’ 

রিজওয়ান আরও বলেন, ‘‘আমাদের অনেকে বলে যে, আমিরশাহিতে ম্যাচ মানে নিজেদের মাঠে খেলা। ব্যক্তিগতভাবে এই ধরনের মন্তব্যকে সমর্থন করিনা। তার কারণ ওখানকার পিচ অস্ট্রেলিয়া বা অন্য কোনও দেশ থেকে মাটি এনে তৈরি হয়।&꧂rsquo;’

আরও সংবাদ