লাতিন অ🔜ঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। বন্ধু সুয়ারেজের 🐽উরুগুয়েকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত এ জয়ে দলের উন্নতি চোখে পড়ছে বলে জানিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
উরুগুয়ের মাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টাইনরা। আলবিসেলেস্তাদের হয়ে গোল করেছেন লিওনেল মেসি, রদ্ꩵরিগো ডি পল ও লাওতারো মার্টিনেজ। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে তারা।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘সত্যটা হচ্ছে, আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আমাদের খেলায় উন্নতি হচ্ছে বিশেষ করে বল ꦛদখলে নিয়ে খেলা। আমরা অনেক বেশি সময় ধরে বল দখলে রাখছি। আজকের ম্যাচটা কঠিন ছিল। প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের পর ঘরের মাঠে ম্যাচটা জিততে হতো আমাদের। সৌভাগ্যক্রমে সবকিছু বেশ নিখুঁতই হয়েছে আমাদের জন্য।’
ম্যাচ শেষে বন্ধু সুয়ারেজ ও সতীর্থ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের প্রশংসা করেছেন🐲 মেসি। গোল করার জন🔜্য ধৈর্য ধরার কথাও জানান তিনি।
ছয় বারের ব্যালন ডি'অর জয়ী মেসি বলেন, ‘আমরা জানতাম আমরা উরুগুয়ের মুখোমুখি হচ্ছি, যারা সবসময় একই কাজ করে। আপনার জন্য অপেক্ষা করে, এরপর চোখের পলকে আপনাকে বিপদে ফেলে দেয়। লুই (সুয়ারেজ) আমাদের কোন সুযোগ না দিয়েই একটা শট নিয়েছিল। যা গোলপোস্টে লেগেছিল, আরেকটা শট এমিলিয়ানো আটকে দিয়েছিল। সবকিছুই ঘটেছে আমরা যখন ম্যাচের দখলে ছিলাম। আমরা প্রথম গোলটা করার পরেই ফাঁকা জায়গা খুঁজে পেতে শুরু করেছিলাম। আমরা ধৈর্য ধরেছিলাম, এরপরই গোলগুলো পেয়েছিলাম।’
এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। আর সমান ম্যাচ খেলে গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। যাদের ঝুলিতে রয়েছে ২৮ পয়েন্ট। তবে 🐈আন্তর্জাতিক বিরতির আগে আরও একটা ম্যাচ খেলতে হবে মেসিদের। সেই ম্যাচেও জয় চান আর্জেন্টাইন অধিনায়ক।
মে🦩সির বলেন, ‘জেতাটা গুরুত্বপূর্ণ, আমরা অন্য দলের ফলাফল সম্পর্কে জানতাম। আমরা জানতাম যে এখানে আমরা পয়েন্টের জন্য খেলছি, আমাদের ম্যাচ জিততেই হতো। আꦍমাদের প্রথম পদক্ষেপটা আমরা নিয়ে ফেলেছি, আরও একটা ম্যাচ বাকি আমাদের। এই বিরতিতে সাত পয়েন্ট পেলেই আমরা একটা ভালো অবস্থানে চলে যাব।’