গ্রীষ্মে লিভারপুলের ডিফেন্ডারকে কিনবে রিয়াল 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:৫৯ পিএম

আগামী গ✤্রীষ্মে লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দলে নিতে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের ক্লাবটি যে আর্নল্ডকে নিয়ে ভাবছে তা ইতিমধ্যে প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ডিফেন্সা সেন্ট্রাল। 

ডিফেন্সা সে▨ন্ট্রালের এক প্রতিবেদনে বলেছে, আগামী গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে রাইট-ব্যাক আর্নল্ডকে দলে নেওয়ার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ। এজন্য লিভারপুলের ড🧸িফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দিকে নজর রেখেছে তারা।

প্রায় অর্ধ দশক꧂ আগে লিভারপুলে যোগ দিয়েছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এই ইংলিশ ডিফেন্ডার মাত্র ১৮ বছর বয়সে নিজের প্রতিভা দেখান। এরপর নিজের সেরা ফর্ম ধরে রাখেন তিনি। এরপর নিজেকে ইউরোপের সেরা ব্যাক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বেশী সময় নেননি তিনি। 

বর্তমানে রিয়াল মাদ্রিদে মাত্র একজন রাইট ব্যাক রয়েছে। দীর্ঘদিন ধরেই এ দায়িত্ব সামলাচ্ছেন দানি কারবাহাল। তবে গত এক বছর বা তারও বেশি সময় ধরে ফিটনেসের সমস্যায় ভুগছ෴🉐েন কারবাহাল। 

লিভারপুলের হয়ে ১৮৪ ম্যাচ খেলেছ🍒েন আলেকজান্ডার-আর্নল্ড। দলের হয়ে গোল করেছেন ১০টি, তবে তার নামের পাশে অ্যাসিস্ট রয়েছে ৪৭টি। সাম্প্রতিক সময়ে লিভারপুলের সাফল্যে মূল⛦ ভূমিকা পালন করেছেন তিনি। 

আরও সংবাদ