উপহার নিয়ে বিপাকে স্যামুয়েলস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৯:৫২ পিএম

চারটি নিয়ম বহির্ভূত কাজের জন্য বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলসকে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। এজন্য ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা🌼 নেবে আইসিসি। বুধ♎বার (২২ সেপ্টেম্বর) এক এমনটাই জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সংযুক্ত আরব আমিরাতে টি১০ লিগের খেলার সময় বেশ কয়♛েকটি নিয়ম ভাঙেন স্যামুয়েলস। 

আইসিসি জানিয়েছে, “আমিরশ🥀াহি বোর্ডের হয়ে ব্যবস্থা নিচ্ছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মার্লন স্যামুয়েলসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টি১০ লিগে অংশ নিয়ে চারটি নিয়ম ভেঙেছেন স্যামুয়েলস।”

কী কী নিয়ম ভেঙেছেন স্যামুয়েলস? 

আইসিসি জানিয়েছে টি১০ খেলার সময় উপহার নিয়েছেন তিনি। এছাড়া এমন কিছু সুবিধা নিয়েছেন যার কোনও রসিদ দেখাতে পারেননি তিনি। তাছাড়া তদন্তে কোনো সাহায্য করেননি এবং ইচ্ছাকৃত ভাবে𒁏 ত🀅দন্তে দেরি করিয়েছেন তিনি।

২১ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে স্যমুয়েলসকে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার উপর আস্থা রাখছে ওয়েস্ট ইন্ডিজ 🦩ক্রিকেট বোর্ডও।

আরও সংবাদ