র‍্যাঙ্কিংয়ে আরও অবনতি বাংলাদেশ ফুটবলের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৭:৫৭ পিএম

র‍্যাঙ্কিং প্রকাশ করলেই যেন অবনমন হয় বাংলাদেশ ফুটবলের। গত আগস্টে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছিল চার ধাপ। এবার সে অবস্থানকেও ছাড়িয়ে গেল জেমি ডে'র শিষ্যরা। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ পিছিয়ে ১৮৯তম স্থানে রয়েছে জামাল ভুঁইয়ারা। 

সর্বশেষ তিন জাতি ফুটবল টুর্নামেন্টে খেলেও ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। সেখানে দুই ম্যাচ খেলে হেরেছে দুটোতেই। ফলে র‍্যাঙ্কিংয়েও পড়েছে তার প্রভাব। আগের অবস্থান যেখানে ছিল ১৮৮, এখন অবস্থান করছে 🃏সেখানে থেকে ১ ধাপ নি🌳চে মানে ১৮৯তম অবস্থানে।

দক্ষিণ এশিয়ান দলগুলোর প্রতিবেশী ভারতও পিছিয়েছে দুই ধাপ। ভারতের অবস্থান ১০৭তম। মালদ্বীপের 𒅌অবস্থান ১৫৮ আর নেপাল আছে ১৬৮তম অবস্থানে। 

বিশ্বফুটবলের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে অবশ্য বড় কোনো পরিবর্তন আসেনি। বরাবরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় আর চতুর্থ অবস্থানে এসেছে পরিবর্তন। আগস্টে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিনে থাকা ফ্রান্স নেমে গেছে চারে, চারে থাকা ইংল্যান্ড উঠে এসেছে একধাপ। পাঁচ ও ছয়েꦡ আছে যথাক্রমে ইতালি ও আর্জেন্টিনা। 

আরও সংবাদ