বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কোহলির 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৭:৩৪ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে সꦚরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তবে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক হিসেবে থাকবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন ঘোষণা দিয়েছেন কোহলি। 

কোহলি টুইটারে তার সিদ্ধান্ত ঘ❀োষণা করে বলেন,༺ তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে তার কাজের চাপ অনেক বেশী হয়ে যায়। আর তার এ সিদ্ধান্তের কথা তিনি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সেক্রেটারি জয় শাহ এবং নির্বাচকদের জানিয়েছেন। 

কোহলি আরও বলেন, তিনি তার ঘনিষ্ঠ লোকদের সঙ্গে অনেক চিন্তাভাবনা এবং আলোচনার পরে তা🍷র এ সিদ্ধান্তে পৌঁছেছেন। যার মধ্যে রয়েছে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী এবং সাদা বলের সহ-অধিনায়ক রোহিত শ🌳র্মা। যিনি ইতিমধ্যে কোহলি থাকাকালীন ১৯টি টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব দিয়েছেন।

দায়িত্ব ছাড়ার বিষয়ে কোহলির টুইট

কোহল🎃ির🔯 আনুষ্ঠানিক ঘোষণার পর কে হতে যাচ্ছে ভারতের পরবর্তী অধিনায়ক তা জানায়নি বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে রোহিত শর্মাই পেতে যাচ্ছেন সে দায়িত্ব। 

কোহলি বলেন, "কাজের চাপ বুজতে পারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। গত ৮-৯ বছরে আমি তিন ফরম্যাটেই খেলেছি যা আমার চাপের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গত ৫-৬ বছর ধরে আমি নিয়মিত অধিনায়কত্ব করছি। আমি মনে করি  টেস্ট এবং 🍨ওয়ানডে ক্রিকেটে দলে ভারতীয়দের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত থꦬাকার জন্য আমার সময় দরকার।" 

অধিনায়ক হিসেবে না থাকলেও একজন ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি খেলা চাল✤িয়ে যাবেন কোহলি। বলেন, "টি-টোয়েন্🐷টি অধিনায়ক থাকাকালীন আমি টিমকে সবকিছু দিয়েছি এবং ব্যাটসম্যান হিসেবে এগিয়ে যাওয়ার জন্য টি-টোয়েন্টি দলের জন্য আমি তা চালিয়ে যাব।" 

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল চূড়ান্ত করার জন্য নির্বাচকদের সঙ্গে বসার ঠিক আট দিন পর এই সিদ্ধান্তে পৌঁছা𝐆লেন ক🌜োহলি। 

কোহলি বলেন, "অবশ্যই, এই সিদ্ধান্তে পৌঁছাতে অনেক সময♔় লেগেছে। আমার ঘনিষ্ঠ মানুষের সঙ্গে অনেক চিন্তাভাবনা ও আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে রবি ভাই ও রোহিত, যারা নেতৃত্ব দলের একটি অপরিহার্য অংশ ছিল। আমি অক্টোবরে দুবাইয়ে এই টি -টোয়েন্টি বিশ্বকাপের পর টি -টোয়েন্টি অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"

আরও সংবাদ