চ্যাম্পিয়ন্স লিগে সেরা গোলের পুরষ্কার জিতলেন মেসি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০৭:১৬ পিএম

উয়েফা চ♛্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে কয়েকদিন আগে। অবশ্য এরই মধ্যে শেষ 💧ষোলোয় কে কার বিপক্ষে খেলতে তা জানিয়ে দিয়েছে উয়েফা। কিন্তু গ্রুপ পর্বে কার গোলটি হয়েছে সেরা, তা নিয়ে কৌতূহলী ছিলেন সবাই। কার গোলটি সেরা হয়েছে তা আজ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। দর্শকদের ভোটে ম্যানচেষ্টার সিটির বিপক্ষে করা মেসির গোলটি সেরা নির্বাচিত হয়েছে। 

সেরা গোল নির্বাচ꧅ন করার জন্য ২ ল🌄াখের বেশী ভোট দিয়েছেন ফুটবল প্রেমীরা। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে ডি বক্সের বাইরে থেকে বাকানো শটে করা মেসির গোলটি সেরা নির্বাচিত হয়েছে। মোট ভোটের ২২% ভোট পেয়েছেন মেসি। এই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল পিএসজি। 

চলুন দেখে নেই 🔴গ্রুপ পর্বে সেরা গোলের ক্ষেত্রে কে কত শতাংশ ভোট পেয়েছেন---

১) লিওনেল মেসি (প্রতিপক্ষ ম্যানসিটি) - ২২ শতাংশ
২) থিয়াগো আলকান্তারা (প্রতিপক্ষ পোর্তো)- ১৪ শতাংশ
৩) রবার্ট লেওয়ানদস্কি (প্রতিপক্ষ ডাইনামো কিয়েভ)- ১৩ শতাংশ
৪) এলেক্স তেল্লেস (প্রতিপক্ষে ভিয়ারিয়াল)- ১২ শতাংশ
৫) ভিনিসিয়াস জুনিয়র (প্রতিপক্ষ শাকতার দোনেস্ক)- ১০ শতাংশ
৬) মার্কো এসেনসিও (প্রতিপক্ষ ইন্টার মিলান)- ১০ শতাংশ
৭) সেবাস্তি🌺য়ান থিল (প্রতিপক্✨ষ রিয়াল মাদ্রিদ)- ৮ শতাংশ

আরও সংবাদ