১৭ বছর পর কিউইদের মাটিতে ইংরেজদের টেস্ট সিরিজ জয়

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১১:০৭ এএম
নিউজিল্যান্ডের শেষ উইকেট পতনের পর উল্লসিত ইংল্যান্ডের খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

🍌এরআগ❀ে নিজেদের মাটিতে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয় স্বাগতিক নিউজিল্যান্ড দল। তাই ওয়েলিংটন টেস্ট ছিল নিউজিল্যান্ডের সমতায় ফেরার লড়াই। কিন্তু সেটা আর হলো না। বিশাল ব্যবধানে হেরে সিরিজই খুইয়ে ফেললো কিউইরা।

তিন ম𒅌্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্𝔉ডকে দ্বিতীয় টেস্টেও পাত্তা দেয়নি ইংল্যান্ড। তৃতীয় দিনেই মীমাংসীত ম্যাচে কিউইদের ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

এতে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নি💯য়েছে বেন স্টোকসের দল। নিউজিল্যান্ডের মাটিতে দীর্ঘ প্রায় ১৭ বছর পর প্রথম টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। ২০০৮ সালের মার্চ মাসে নিউজিল্যান্ডের মাটিতে শেষ বারের মতো টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ব্যবধানটা ছিল ২-১।&n♏bsp;

৫ উই꧃কেটে ৩৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শু🍷রু করে ইংল্যান্ড। ১৩০ বলে ১০৬ রান করে জো রুট আউট হলে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করেন বেন স্টোকস। এতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৮৩ রানের। কিন্তু ২৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রুটের সেঞ্চ💝ুর👍ি ছাড়াও বেথেল ৯৬ ও ডাকেট ৯২ রান করেন।

নিউজিল্যান্ডের সাউদি ও হেনরি ২টি করে উইকেট পান।

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসেꦑ ব্লান্ডেল ১১৫ রানের সেঞ্চুরি করেন। আর নাথান স্মিথ ৪২ ও মিচেল ৩২ রান করেন।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোꦇকস ৩টি এবং ওকস ও শোয়েব বশির ২টি করে উই🌼কেট পান।

ইংল্যান্ডের হ্যারি ব্রুক ম্♎যাচসেরা হন।   

হ্যামিল্টনে ১৪ ডﷺিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টেসꦿ্ট ম্যাচ শুরু হবে।