পার্থে ভারত ২৯৫ রানে জয়লাভ করে। অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়া▨ 𝓡জয়ী হয় ১০ উইকেটে। প্রায় সমানে সমান অবস্থায় পাঁচ টেস্টের দ্বিতীয়টিতে মুখোমুখি হচ্ছে দুই দল ব্রিসবানের গাব্বায়। শনিবার মাঠে গড়াবে সিরিজে এগিয়ে যাওয়ার এই টেস্ট।
এবারের বড়দিনটা অস্ট্রেলিয়ায় কাটাবে ভারতীয় দল। তবে সেই দিন তারা আনন্দ করবে, না দুঃখে থাকবে, তা নির্ভর করছে ব্রিসবেন টেস্টের ফলাফলের🙈 ওপর। ব্রিসবেনে বরাবরের মতোই গতি এবং বাউন্স সমৃদ্ধ পিচ বানানো হচ্ছে। প্রথাগত পিচই থাকছে প্যাট কামিন্স ও রোহিত শর্মাদে⛦র জন্য।
বড়দিনের আগে এবং পরে গাব্বায় অস্ট্রেলিয়♉ার পারফরম্যান্স সম্পূর্ণ বিপরীত। কেন আগে বার বার অস্ট্রেলিয়ার অধিনায়করা বড়দিনের আগে গাব্বায় খেলতে চাইতেন তা পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে। বড়দিনের আগে গাব্বায় ৬১টি টেস্ট খেলে মাত্র ৭ বার হেরেছে অস্ট্রেলিয়া। বড়দিনের পর ৫টি টেস্ট খেলে ৩টিতেই হেরেছে।
এর🐼আগে, ২০২০-২১ সফরে ভারত জিতেছিল গাব্বায়। ১৯৮৮ সালে প্রথমবার অস্ট্রেলিয়া হেরেছিল সেই মাঠে। তারপর চলতি বছরের জানুয়ারিতে তারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। ভারতের বিরুদ্ধে কোনও ভুল করতে চাইছে না তারা।
গাব্বার প𒐪িচ কিউরেটর ডেভিড সান্ডরুস্কি বলেছেন, ‘বছরের বিভিন্ন সময়ে পিচ বিভিন্ন রকম আচরণ করে। মৌসুমের পরের দিকে পিচে ক্ষত তৈরি হয়ে যায়। তবে শুরুর দি𝓰কে খেললে পিচ অনেক তরতাজা থাকবে। পিচ থেকে বোলারেরা সাহায্যও পাবে।’
তবে পিচে যে আলাদা কোনও বদল আনবেন না, সেটা পরিষ্কার করে দিয়েছেন তিনি। প্রথামাফিক উইকেটই থাকবে, যেখান🐲ে দেখা যাবে গতি এবং বাউন্সের স♕মাহার। সান্ডুরস্কি বলেছেন, ‘প্রত্যেক বার আমরা একই রকম পিচ তৈরি করার চেষ্টা করি। বল ঠিক ভাবে ব্যাটে যাবে, পেস এবং বাউন্সও থাকবে। এটার জন্যই তো গাব্বা পরিচিত।’
গত কয়েকদিন ব্রিসবেনে বৃষ্টি হয়েছে। ফলে অস্ট্রেলিয়া অনুশীলন করতে পারেনি। শুক্রবারও🎃 দিনের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত বুধবারই ব্রিসবেনে পৌঁছে গিয়েছে।