সাত বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেটে দল মাঠে যে কতটা ভয়ানক, তা হাড়ে হাড়ে টের পেল ভারত। এবার অস্ট্রেলি♊য়া সফরে ওয়ানডে সিরিজে তারা ০-৩ ম্যাচে হোয়াইটও🌺য়াশ হয়েছে স্বাগতিক নারী দলের বিপক্ষে।
বুধবার পার্থে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে অজিরা ৮✱৩ রানের বিশাল ব্যবধানে সফরকারী ভারতকে পরাজিত করেছে। অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ২৯৮ রানের জবাবে ভারত ২১৫ রানে অলআউট হয়ে যায়।
এর আগে প্রথম ম্যাচে ಌ৫ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ১২২ রানে জয়লাভ করে অস্ট্রেলিয়া।
তৃতীয় ম্যাচে টস জিতে ভারত💦 ফিল্ডিং নেয়। আর ব্যাট করতে নেমে ঝড় তোলেন অজি নারীরা। ম্যাচসেরা আন্নাবেল সাদারল্যান্ড ৯৫ বলে ১১০ রানের সেঞ্চুরি হাঁকান। অধিনায়♏ক তাহলিয়া ম্যকগ্রাথ অপরাজিত ৫৬, আশলে গার্ডনার ৫০ রান করেন।
ভারতের অরুণধুতি রেড্ডি ৪টি উইকেট লাভ করেন।
ভ🦋ারতের ইনিংসে স্মৃতি মন্ধনা ১০৫ রানের সেঞ্চুরি করলেও আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।
গার্ডনার ৩০ রানে ৫টি উইকেট পান। এছাড়া, মেগান ও𝐆 আলানা ২টি করে উইকেট লা♓ভ করেন।