সাকিব আল হাসান ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।তিনি সর্বকালের ক্রিকেট ইতিহাসের একম🌺াত্র খেলোয়াড়, যিনি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার পথেই এগোচ্ছেন মেহেদি হাসান মিরাজ। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে মিরাজ টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিন থেকে দুইয়ে উঠে এসেছেন। আর সামান্য সাফল্য পেলেই তিনি এক নম্বরে 🎀উঠে আসবেন।
টেস্ট অলরাউন্ডারদের তালিক𒀰ায় প্রথমবার দুইয়ে উঠেছেন ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মিরাজ। এরআগে তার ক্যারিয়ারসেরা অবস্থান ছিল তিনে। 🅰তবে যথারীতি টেস্টে শীর্ষ অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
ওয়ানডের অলরাউন্ডারদের তালিকায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা এক নম্বরে ও আফগানিস্তানের রশিদ খান দুই নম্বরে এবং মিরাজ তিন নম্বরে অবস্থান করছেন। তবে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় মিরাজ রয়🐷েছেন ৬০ নম্𓃲বরে। এখানে শীর্ষ রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয় ও দ্বিতীয় স্থানে নেপালের দিপেন্দ্র সিং। টি-টোয়েন্টিতে উন্নতি করতে পারলে একই সঙ্গে সাকিবের মতোই তিন ফরম্যাটেই বিশ্বসেরা হওয়ার কাছাকাছি চলে আসবেন মিরাজ।
প্রথমবার টেস্টের নম্বর ওয়ান ব্🍷যাটার হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের হ্যারি ব্রুক। একইভাবে মিরাজসহ বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানেও বড় পরিবর্তন হয়েছে।
বুধবার পুরুষ ক্রিকেট র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দীর্ঘদিন টেস্ট ব্যাটিংয়ের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ছিলেন ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। এবার তাদের টপকে গেছেন🐎 ব্রুক।
ডানহাতি এই 💞ইংলিশ ব্যাটার কিউইদের বিপক্ষে বেসিন রিজার্ভ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১২৩ ও ৫৫ রান করেছেন🐻। যার সুবাদে বর্তমানে টেস্ট ব্যাটারদের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৮৯৮ নিয়ে তিনি রুটকে (৮৯৭ রেটিং) টপকে যান র্যাঙ্কিংয়ে। রুটও ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ (৬ ধাপ এগিয়ে ৬২), জাকের আলি অনিক (২১ ধাপ এগিয়ে ৬৩) ও সাদমান ই🀅সলাম (২৩ ধাপ এগিয়ে ৭৪) টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান পেয়েছিলেন তারা। অন্যদিকে, ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস (৫ ধাপ পিছিয়ে ৩৬), মুমিনুল হক (৭ ধাপ পেরিয়ে ৫৫), জাকির হাসান (২ ধাপ এগিয়ে ৯৫), মাহমুদুল হাসান জয় (১৩ ধাপ এগিয়ে ৯৮) এবং চোটের কারণে বাইরে থাকা মুশফিকুর রহিম (২ ধাপ পেরিয়ে ৩২) পিছিয়েছেন।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম (৩ ধাপ এগিয়ে ২১), তাসকিন আহমেদ (৩ ধাপ এগিয়ে ৪৯), হাসান মাহমুদ (৭ ধাপ এগিয়েꦆ ৫৫) ও নাহিদ রানা (১৫ ধাপ এগিয়ে ৭৪)। এই তালিকায় পিছিয়েছেন শরিফুল ইসলাম (২ ধাপ পিছিয়ে ৬৯) এবং সাম্প্রতিক সিরিজে না থাকা খালেদ আহমেদ ও নাঈম হাসানরা।