মাত্র ১৩ রানে আউট হলেন তামিম ইকবাল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০৩:২৭ পিএম
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বুধবার মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএ⛎ল) টি-টোয়েন্টি আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামে ৮ট♈ি দলই। দুপুরে সিলেট স্টেডিয়াম এবং আউটার মাঠে লড়েছে চার দল। এরমধ্যে চট্টগ্রামের হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফিরলেন জাতীয় দলের এই ওপেনার। তবে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারলেন না।

রংপুরের বিপক্ষে ব্যাট হাতে এদিন এক ছয় ও এক চারের মারে ১০ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফিরে যান তাম⛦িম।

অন্যদিকে, খুলনা বিভাগের হয়েಞ খেলার সুযোগ পেয়েছেন আজিজুল হাকিম তামিম। কদিন আগে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপজয়ী দলের অধিনায়ক ছিলেন যশোরের এই ক্রিকেটার। সোমবার দেশে ফিরেই সিলেটে টিম হোটেলে যোগ দেন।

এরপর বুধবার রাজশাহী বিভাগের বিপক্ষে মাঠে নামেন আজিজুল তামিম। ব্যাট করতে নেমেই দারুণ ফিফটি হাঁকান। শুরু থেকেই আগ্রাসীܫ খেলতে থাকেন তিনি। রাজশাহী বোলারদের রীতিমতো শাসন করেছেন। ৩১ বলে ৫৩ রান করার পর ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছে। ইনিংসে ৫টি ছক্কার মার ছিল তার।

সিনিয়র তামিমের ব্যর্থতার দিনে ব্যাট হাতে সিলেটে আলো ছড়ালেন জুনিয়র তামিম। এখন দেখার বিষয় বাকি 🌜ম্যাচগুলোতে কতটা আলো ছড়াতে পারেন এই তরুণ ক্রিকেটার।