ঝামেলাটা প্রায় সব দেশের ক্রিকেট বোর্ডের কার্যকলাপেই কমবেশি চোখে পড়ে। সেটা হলো খেলোয়াড়দের সঙ্গে বিরোধ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নো-অবজেকশন সার্টিফিকেট (এওসি) নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ৫০ জন ইংলিশ ক্রিকেটার ২০২৫ সালের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট বয়কটে𓆉র হুমকি দিয়েছেন।
কিছুদিন আগে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা এ বিষয়ে♏ একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা পরে ‘ইএসপিএনক্রিকইনফো’❀ নিশ্চিত করে।
এই হুমকি এমন একটি সময়ে এসেছে যখন ইসিবি দ্য হ🐽ান্ড্রেডের আটটি দলের জন্য নতুন বেসরকারি বিনিয়োগ আকর্ষণের চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সোমবার꧋ বিনিয়োগকারীদের প্রস্তাব জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে ক্রিকেটাররা পিসিএ এবং তাদে﷽র এজেন্টদের সঙ্গে আলোচনা করেছেন, তবে পিসিএ এ🦄খনও আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করেনি।
ইসিবি সম্প্রতি💞 একটি নতুন নীতি ঘোষণা করেছে, যেখানে কাউন্টি দলের সঙ্গে লাল বলের চুক্তি থাকা ক্রিকেটাররা বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না, যদি তা কাউন্টি মৌসুমের সঙ্গে সংঘর্ষিক হয়। যদিও ভারতের আইপিএলের জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে, যা ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এমন পরিস্💯থিতিতে অন্তত ৫০ জন ক্রিকেটার ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, যা এই টুর্নামেন্টের ওপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষত, যখন ইসিবি এই টুর্নামেন্টের অংশ বিক্রির মাধ্যমে নতুন বিনিয়োগ আনতে চাচ্ছে, তখন🐓 খেলোয়াড় সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এখন দেখার বিষไয়, বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে এই জটিলতা কীভাবে সমাধান হয় এবং দ্য হান্ড্রেডের ভবিষ্যৎ কেমন হবে।