১২ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৫:৪৪ পিএম

ফরিদপুরে ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাসিং শিক্ষার্ﷺথীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার🤡 দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ ক🥀র্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবি গুলোর মধ্যে রয়েছে কারিগরি মুক্ত নার্সিং চাই, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারিকে ডিগ্রি সমমান করতে হবে, পোস্ট বেসিকের সময় সরকারি/বেসরকারি কোটার বৈষম্য দূর করতে হবে, থার্ড টাইম অ্যাডমিশন বাতিল করতে হবে, সকল বেসরকারি কলেজের নির্দিষ্ট পরিমাণ কোর্স ফি নির্ধারণ করে দিতে হবে, সকল বেসরকারি কলেজগুলোতে ফ্রি ইন্টার্নশিপ করার ব্যবস্থা করে দিতে হবে, তিন বছরের কোর্স তিন বছরেই শেষ করতে হবে, সরকারি 🍌হাসপাতালে নার্সদের ঘাটতি কমাতে প্রতিবছর নার্স নিয়োগ দিতে হবে, নার্সিং প্রফেশনে বিসিএস পদ যোগ করতে হবে, সকল কলেজের টিচার প্যানেলে অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে হবে এবং ভর্তি পরীক্ষার পাশ মার্ক ৪০ থেকে ৬০ করতে হবে।