উপদেষ্টার হস্তক্ষেপে গাজীপুরে বনভূমি দখলমুক্ত

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৬:২৯ পিএম
অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : সংগৃহীত

পরিবে♍শ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলম🐽ুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ অবৈধ স্থাপনা ꦬউচ্ছেদ করে।

এ সময় র‍্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পরিবেশ উপ💯দেষ্টা।

গত ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করার চেষ্টা করা হয়। বনবিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শ꧟ারীরিকভাবে লাঞ্ছিত করে।

[95663]

সোমবার 🌌সবার সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার প🃏র গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।