ইংলিশদের বিপক্ষে লিটন-নাঈমদের ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৯:১৭ পিএম

বিশ্বকাপে প্রতি ম্যাচেই খারাপ পারফরম্যান্স করেই যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে কোনো ম্যাচে জিততেই পারেনি টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে যেটুকু ভালো খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে তার ছিটেফোঁটাও দেখা যায় ꧙নি। ফলে দুই ম্যাচ খেলে এখনও জয়ের খোঁজে এমনকি নিজেদের সেরা পারফরম্যান্সের খোঁজে সাকিবরা। বোলিং কিছুটা ভালো হলেও ব্যাটিং হচ্ছে চরম হতাশার। টাইগার ব্যাটারদের এমন অসহায় আত্মসর্মপণ নিয়ে বেজায় চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও🌸 ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের পর্যালোচনা করতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘প্রথম ওভারে ১০ রান করে শুরুটা ভালো করার পর শট নির্বাচন নিয়ে যত কম বলা যায় ততই ভালো। মাঠের মধ্যেই লিটন দাস ভালো খেলছিলেন। তবে হঠাৎ করেই মাঠের ৯০ ম🦩িটারের বিশাল বাউন্ডারির দিকে সুইপে লিটন ছয় মারতে যায়। মোহাম্মদ নাঈমও তো পরের বলে প্রায় তুই এগিয়ে যা, আমি আসছির মতো আউট হন। তারপর তো উইকেটের ঝুরি লেগে যায়।’

ইংল্যান্ডের হয়ে টাইমাল মꦰিলস আগুনে গতিতে বল কর🦋ে তিন উইকেট নেন। পেস বোলার তো বটেই, মঈন আলিদের স্পিন বোলিংয়ের বিপক্ষেও বাংলাদেশ ব্যাটারদের নড়বড়ে দেখিয়েছে বলে জানান প্রাক্তন ভারতীয় ওপেনার। 

আকাশ চোপড়া আরও বলেন, ‘মঈন আলি, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোনদের যদি আবু ধাবির ময়দানে তুম🌺ি খেলতে না পারো, তাহলে স্পিনের বিপক্ষে তোমার সমস্যা আছে। ফাস্ট বোলিংয়ের বিপক্ষে তো আউট এমনিই হবে। টাইমাল মিলস এসে উইকেট নেন, ক্রিস ওকসও ভালো বল করেন।’ 

টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার বাংলাদেশের পথ বেশ কঠিনই হতে চলেছে। পরের মღ্যাচে🅘 বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

আরও সংবাদ