দক্ষিণ আফ্রিকাকে ১৪৪ রানের টার্গেট দিল গেইলরা 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৫:৪৫ পিএম

এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দুই দলই তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে 🤪হার দিয়ে। জয়ের খোঁজে এবার নিজেদের দ্বিতীয় ম্🏅যাচে মুখোমুখি হয়েছে দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে গেইল, পোলার্ডরা। জয়ের জন্য মিলারদের প্রয়োজন ১৪৪ রান। 

লেন্ডল সিমন্স ও এভিন লুইসের উদ্বোধনী জুটিতে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিয়ানরা। ইনিংসের শুরুর দিকে দুই মারকুটে ব্যাটারকে ভালোই চেপে ধরেন এইডেন মার্করাম ও তাব্রাইজ শামসি। প্রথম তিন ওভারে বিনা উইকেট মাত্র ৬ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ।&ꦫnbsp;

এরপ🔥র বোলারদের উপর চড়াও হতে থাকেন এভিন লু🐽ইস। ৩৩ বলে ৫৬ রান করে কেশভ মাহরাজের বলে আউট হন তিনি। ৬টি ছয় ও তিনটি চারের মাধ্যমে এ রান করেন তিনি। 

আরেক ওপেনার লেন্ডল সিমন্সের ব্যাট এদিন হাসেনি। টি-টোয়েন্টি যেখানে মার মার কাট কাটের খেলা সেখানে ৩৫ বলে ১৬ রান🥂 করে রাবাদার বলে বোল্ড হন তিনি। 

লিকোলাস পুরান ও ইউনিভার্স বস অবশ্য বেশিদূর টানতে পারেনি দলকে। মাহরাজের বলে মিলারের হাত🎀ে ক্যাচ দিয়ে ৭ বলে ১২ রান করে সাজঘরে ফিরেন পুরান। অন্যদিকে একটি ছয়ে সমান ১২ বলে ১২ রান করে আউট হন ক্রিস গেইল। 

আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। অ🐓ধিনায়ক কাইরন পোলার্ডের ব্যাট থেকে আসে ২০ বলে ২৬ রান। দুইটি চার ও একটি ছয়ের মাধ্যমে এ রান করেন তিনি। 💯 

নির্ধা🅠রিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরꦗবোর্ডে ১৪৩ রান করতে পারে রাসেলরা। 

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন উইকেট নিয়েছেন ডোয়াইন প্রিটরিয়াস। দুই উইকেট নিয়𝓀েছেন কেশভ মাহর🥃াজ। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রাবাদা ও নরকিয়ে।  

আরও সংবাদ