ওমান, পাপুয়া নিউ গিনি ও বাংলাদেশের মধ্যে কোন পার্থক্য নেই 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ০৭:৫৭ পিএম

আগামীকাল (১৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। এই ম্যাচ নিয়ে বেশ আত্নবিশ্বাসী স্কটিশ কোচ শেন বার্জার। টেস্ট খেলুড়ে বাংলাদেশকেও গ্রুপের অন্যদলের ক🐻াতারেই রাখছেন তিনি। 

এবারের বিশ্বকাপের মূল পর্বে খেলবে ১২টি দল। আটটি দল খেলবে সরাসরি, আর বাকি চার দল আসবে গ্রুপ পর্বের বাধা পে🌠রিয়ে। পরের পর্বে খেলতে চাইলে বাংলাদ𓂃েশকেও পেরুতে হবে এই বাধা। বি গ্রুপে বাংলাদেশসহ আছে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। 

বাংলাদেশ ও স্কটল্যান্ড ম্যাচকে সামনে রেখে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে স্কটল্যান্ডের কোচ শেন বার্জার বলেছেন, ‘আমরা জানি, আমরা যদি নিজেদের সেরাটা খেলতে পারি তাহলে যেকোনো দলই সমস্যায় পড়বে। এটাই হল সহজ কথা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সবদলই প্রায় সমান। আমাদের সামর্থ্য সম্পর্কে আমরা ভালোই জানি। যদি আ♛মরা নিজেদের সেরাটা দি🌞তে পারি, তাহলে যেকোনো দলকেই হারাতে পারব আমরা। তা বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউ গিনি যেই হোক না কেন।’

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্কটল্যান্ডের খেলোয়াড়েরা এমন কথাই বলেছেন কোচ। শেন বার্জার বলেন, ‘গ্রপপর্বের  ম্যাচগুলোতে বাংলাদেশকে আমরা পাপুয়া নিউ গিনি বা ওমানের চ𝄹েয়ে কোথাও উপরে দেখি না। সব দলই আমাদের বিপক্ষে জয় চাইবে তা আমরা ভালো করেই জানি।꧒ তবে আমরা তাদের সবার জন্যই হব সবচেয়ে বড় চ্যালেঞ্জের। আমরা প্রস্তুত।’

আরও সংবাদ