শ্রীলঙ্কায় দ্বিতীয় বছরের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এবারের আসরে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ৬৯৯ জন ক্রি♉কেটার। এরমধ্যে প্লেয়ার ড্রাফটে রয়েছে ৮ বাংলাদেশি।
চলতি বছরের ২৪ সেপ্টেম্🦩বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত খেলার জন্য নিবন্ধন করতে পেরেছে খেলোয়াড়েরা। এর মধ্যে তারকা ♛ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কার্লোস ব্র্যাথওয়েট ও শিমরন হেটমেয়ারের মতো তারকা খেলোয়াড় রয়েছে এই তালিকায়।
এই তালিকায় বাংলাদেশি হিসেবে আছেন শেখ মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্র🅘ুব, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, এবাদত হোসেন। এমনকি টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও আছেন এই তালিকায়।
বাংলাꦦদেশ ছাড়াও জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান﷽্ডের ক্রিকেটারাও রয়েছেন প্লেয়ার্স ড্রাফটে।
আগামী ৫ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের এলপিএল। প্লেয়ার্স ড্রাফটে থাকাব 🥂খেলোয়াড়দের নাম উঠবে আগামী ২৭ অক্টোবর।
এলপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন্স হয়েছিল ༺জাফনা স্ট্যালিয়ন্স।