বোলিংয়ে কলকাতা, একাদশে সাকিব 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৭:৫৮ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফারায়ের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্বান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। ফাইনালের লক্ষ্যে এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ꦿে মাঠে নামছে কোহলির দল। এ ম্যাচে কলকাতার একাদশে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 

কলকাতার একাদশে নেই হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। কলকাতার হয়ে চার বিদেশির কোটায় মাঠে নামছেন ইয়ন মরগান, সুন𝔍ীল নারাইন, সাকিব আল হাসান ও লুকি ফার্গুসন।

কলকাতা নাইট রাইডার্স

শুবমান গ♉িল, ভেঙ্কাট𓄧েশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), নিতিশ রানা, দীনেশ কার্তিক, সুনীল নারাইন, লকি ফার্গুসন, সাকিব আল হাসান, শিভম মাভি, বরুণ চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু 

বিরাট কোহলি, দেবদূত পাড়িকাল, শ্রীকর ভারত, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেꩵদ, জর্জ গার্টন, হার্শাল পেটেল, মোহাম্মদ সিরাজ ও যুযবেন্দ♕্র চাহাল।

আরও সংবাদ