টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ০৩:৪৭ পিএম

এবওারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে করোনা মধ্যেই। তবে মহামারীর চললেও অনেকদিন পর সুখবর পাচ্ছে ক্রিকেট ভক্তরা। কারণ, ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে আইসিসি, মানে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন দশর্করা। 

আইসিসির এ মেগা ইভেন্ট শুরু হচ্ছে চলতি মাসের ১৭ তারিখ 🦩থেকে। বিশ্বকাপ শুরুর ঠিক সাত দিন আগে ১০ অক্টোবর থꩲেকে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি। টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে কেনা যাবে বিশ্বকাপের টিকিট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের সবগুলো ম্যাচের জন্যই টিকিট ছাড়া হয়েছে।

বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরব 🌃আমিরাত ও ওমানে। বর্তমানে ඣইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ হচ্ছে আমিরাতে। তবে আইপিএলের ম্যাচে টিকিটের যা দাম তার থেকে কম দামেই টিকিট বিক্রি করবে আইসিসি। 

আরব আমিরাতে বিশ্বকাপ টিকিটের নূন্যতম মূল্য হচ্ছে ৩০ দিরহাম। আর ওমানে টিকিটের নূন্যতম মূল্য হচ্ছে ১০ ওম𝓀ানি রিয়াল।

টিকিট বিক্রি করলেও মাঠে শতভাগ দর্শক প্রবেশ করতে পারবেন না। মাঠে সর্বোচ্চ ৭০ শতাংশ দর্শক উপস্থিত থাক✱তে পারবেন।♈ তবে ওমান ক্রিকেট একাডেমির মাঠে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শকের জন্য আসনের ব্যবস্থা থাকবে।

আইসিসি জানিয়েছে, তারা এবং আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খুব নিবিড়ভাবে দর্শকদের🦩 স্টেডিয়ামে প্রবেশ করানোর ব📖িষয়টিতে নজর রাখবে। 

১২ দলের অংশগ্রহনে এবারඣের বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৪৫টি। বিশ্বকাপের ফাইনাল হবে আগামী ১৪ নভেম্বর। 

আরও সংবাদ