মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়ে মাঠে নামছে পিএসজি 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৪:৫০ পিএম

লিগ ওয়ানের ম্যাচে রেনেসের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় রেনেসের মাঠে আতিথ্য নেবে পচেত্তিনোর দল। দলের সেরা তিন তারকা꧂কেই একাদশে রেখেছেন কোচ। 

আক্রমণাত্বক দল নিয়েই মাঠে🅰 নামছে প্যারিস♓ের জায়ান্টরা। আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। 

আনহেল ডি মারিয়া, মার্কোস ভেরোত্তি ও ইদ্রি꧑সা গুয়েকে রেখে মিডফিল্ড সাজিয়েছেন পিএসজি বস পচেত্তিনো। 

মেনডেস, কিমবাপ্পে, মার্কিনহোস ও আশরাফ হাকিমি রয়েছেন দলের রক্ষণেরꦐ দায়িত্বে। গোলকিপার হিসেবে দোন্নারুম্মার উপর ভরষা রেখেছেন কোচ। 

লিগ ওয়ানে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে পিএসজি। ২৪ পয়েন্ট নিয়ে টেবিল𓂃ের শীর্ষে রয়েছে তারা। 

অপরদিকে ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে রয়েছে ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚরেনেস।&n𒉰bsp;

আরও সংবাদ