সাফের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৪:০৬ পিএম

একটু পরেই মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়ন🌟শিপের এবারের আসর। উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ দল। শুক্🅠রবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে অস্কার ব্রজনের শিষ্যরা।  

সাফ চ্যাম্পিয়নশিপ-২০২১ টুর্নামেন্টের এবারের আসর বসছে মালদ্বীপে। প্রায় দুই দশক আগে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার শিরোপা জয়💙ের লক্ষ্যেই মাঠে নামছে জাম💮াল ভূঁইয়ারা। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। 

দেশ ছাড়ার আগে জামাল ভূঁইয়া বলেছিলেন, &lsq꧙uo;শেষ কয়েক দিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। যাতে টুর্নামেন্ট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি। এটা ভালো একটা গ্রুপ (খেলোয়াড়রা) এবং আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং আশা করি আমরা এই টুর্নামেন্ট থেকে কিছু সাফল্য নিয়ে আসতে পারব।’

বাংলাদেশের পরের ম্যাচ ৪ অ🦩ক্টোবর। এ ম্যাচꦡে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ৭ অক্টোবর তৃতীয় ম্যাচে ব্রুজনের দলের প্রতিপক্ষ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। ১৩ তারিখে লিগ পর্বের শেষ ম্যাচে তারা লড়বে নেপালের বিপক্ষে। 

বাংলাদেশ স্কোয়াড
গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।
মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।
ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা, জুয়েল 🍨রানা।

আরও সংবাদ