ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে ম্যাচ না খেলার হ্যাটট্রিক করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের দলে এত এত তারকার ভিড়ে একাদশে জায়গা পাচ্ছেন না সাকিব। এবার ইনজুরিতে পড়েছেন কলকাতার গুরুত্বপূর্ণ খেলোয়াড়🅠 আন্দ্রে রাসেল। এই সুযোগে কি একাদশে জায়গা প💮াবেন সাকিব?
চেন্নাই সু✃পার কিংসের বিপক্ষে ম্যাচের ১৭তম ও🐽ভারে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। চার রান বাঁচালেও ইনজুরিতে পড়েছেন এই ক্যারিবীয়ান অলরাউন্ডার। রাসেলের চোটকে কেন্দ্র করে দিল্লি ম্যাচের আগে উদ্বেগ বিরাজ করছে কলকাতার শিবিরে।
দিল্লౠির বিপক্ষে ম্যাচের আগে রাসেল সুস্থ হয়ে উঠবেন কি না, নিশ্চিত করতে পারেননি দলের মেন্টর ডেভিড হাসি। ম্যাচ শেষে সাংবাদিকদের হাসি জানান, ‘‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলেছিল, ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। যন্ত্রণাও অনুভব করছে। ওকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা করা হবে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর সেবা করবে।’’
হাসি আরও জানান, ‘‘আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। ও আমাদের দলের সবচ🥀েয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার। একটাই প্রার্থনা, রাসেল যেন দ্রুত সুস্থ হয়ে নাইট জার্সিতে মাঠ🎉ে নামতে পারে।’’
রাসেলের সুস্থতার বিষয়ে একই অভিমত কেকেআর অধিনায়ক ইয়ন মরগানের। মরগান বলেন, &ls𝓀quo;‘রাসেলের চোট কী জায়গায় রয়েছে, বলা সহজ নয়। আমরা চাইব, ও যেন দ্রুত মাঠে নামতে পারে।’’
স্থগিত হ🍨ওয়া আইপিএলের এবারের মৌসুম এখনো মাঠে নামা হয়নি সাকিবের। তবে স্থগিত হওয়ার আগে কলকাতার জার্সিতে তিন ম্যাচ খেলেছিলেন তিনি। তিন ম্যাচে ৩৮ রান ও দুই উইকেট নিয়েছেন তিনি।