তিন ম্যাচ পরে জয়ে ফিরল বার্সেলোনা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ১০:১০ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হার, লা লিগায় টানা দুই ম্যাচ ড্র করার পর অবশেষে স্বস্তির জয় পেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যু'তে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে রোনাল্ড কোমানের শিষ্যরা। বার্সার হয়ে গোল মেম্ফিস ডিপাই, লুক ডি ইয়ং ও আনসু ফাতি। 

বরাবরের মতো এই ম্যাচেও বলের দখল নিয়েই খেলা শুরু করে বার্সা। শুরুতেই গোল পেতে পারতো তဣারা। কি🍸ন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা। 

অবশ্য ম্যাচে এগি♐য়ে যেতে বেশী একটা সময় নেয়নি বার্সা। ম্যাচের ছয় মিনিটে লেভান্তের ডিফেন্ডার রাডোজা ডি বক্সের মধ্যে ফেলে দেন চলতি মৌসুমেই বার্সায় আসা মেম্ফিস ডেপাইকে। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অবশ্য গোল করতে কোন ভুল করেননি ডিপাই। 

ডেস্টের অ্যাসিস্টে ম্যাচের ১৪ মিনিটে লিড দ্বিগুন করেন বার্সার লুক ডি ইয়ং। এরপর অবশ্য অনেক আক্রমণ করেছে কিন্তু ꦿকোনোটাই ফলপ্রসূ হয়নি। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধে✱র বিরতিতে যায় বার্সেলোনা। 

ম্যাচের ৫৯ মিনিটে ব্রাজিল✤িয়ান ফিলিপে কৌতিনহোকে উঠিয়ে রিকি পুজকে নামান কোচ। ৬৫ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন ডিপাই। 💖প্রায় দশ মাস পর বার্সার হয়ে মেসির রেখে যাওয়া দশ নাম্বার জার্সি পড়ে মাঠে নামেন তরুণ খেলোয়াড় আনসু ফাতি। 

ম্যাচের ৮৩ মিনিটে দুর্দান্ত এক সেভ করেন বার্সা কিপার টার স্টেগান। ম্যাচের যোগ করা সময়ে গোল করে নিজের প্রত্যবর্তন রাঙ্গিয়ে ൲নেন আনসু ফাতি। দুর্দান্ত এক গোল করেন তিনি। 

ম্যাচের♛ বাকি সময়ে আর কোন গোল না হলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছা🌱ড়ে বার্সা। 

এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চ্যাম্🌳পিয়ন্স লিগে বেনফিকার মুখোমুখি হবে বার্সা। 

আরও সংবাদ