লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পে, ইকার্দি ও ডি মারিয়াকে নিয়ে তারকা ঠাসা ক্😼লাব পিএসজি। এক দলে এত বেশী তারকা খেলোয়াড় থাকলে তাদের মধ্যে ম্যাচে বুঝাপড়া নিয়ে ঝামেলা পোহাতে হয়। ঠিক এমনটাই হচ্ছে ফ্রান্সের জায়ান্ট ক্লাব পিএসজির। বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে অভিযোগ করেছেন নেইমার নাকি তাকে পাস দেয় না।
ক্লাব ♏সতীর🔯্থ নেইমারের বিপক্ষে যে এমবাপ্পে অভিযোগ করেছেন তা ধরা পড়েছে ক্যামেরায়।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মন্টপেলিয়ꦇারের বিপক্ষে ঘটেছে এমন কান্ড। টিভি চ্যালেন ক্যানাল প্লাস এর কভারেজের ফুটেজে দেখা গেছে এমন দৃশ্য। সতীর্থ ইদ্রিশা গানার সামনে হাহাকার করছেন এমবাপ্পে।
এমবাপ্পে বলেন, "তিনি (নেইমার) আমাকে পাস দেন না।&qu𓆏ot;
প্যারিসের সবচেয꧑়ে বড় তারকাদের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ সম্পর্ক আছে বলে মনে হলেও, মরিসিও পচেত্তিনোর দলের প🍷ারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে না।
প্রতিপক্ষের বিষয়ে কোচ বলেন, 🔯"হ্যাঁ, সাধারণভাবে দলটি আজ শক্তিশালী ছিল। এটি আমার দলের জন্য একটি প্রাপ্য বিজয়।"
"খেলায় দুই ধরণের পরিস্থিতি ছিল, প্রথমে আমরা বিপক্ষে সুযোগ তৈরি করেছিলাম। যা করতে আমরা সবসময় পছন্দ করি। দ্বি𓂃তীয়ার্ধে আমাদের অনেক বেশি নিয়ন্ত্রণ ছিল এবং আমরা সুযোগ তৈরি করেছি।"
দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ বলেন, "𝓀;আজকের ম্যাচের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।"
লিগ ওয়ানে আট ম্যাচ খেলে সবগুলো ম্যাচেই জয় পেয়েছে পিএসজি। বুধবার (২৯ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার🌃 সিটির বিপক্ষে মাঠে নামবে পিএসজি।