ইরানের কাছে উড়ে গেল সাবিনা-কৃষ্ণারা

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৮:১২ পিএম

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ইরানের কাছে বিশাল ব্যবধানে হেরেছে সাবিনা-কৃষ্ণারা। শক্তিশালী ইরানের কাছে ৫-০ গোলে হেরেছে গোলাম রব্বানী ছোটনের দল। 'জি' গ্রুপে তিন ম্যাচ খেলে দুইটিতেই হারল বাংলাদেশ। 

গ্রুপের উভয় দলের কাছে বাংলাদেশ দল। ইরান ছাড়াও গ🍸্রুপের আরেক দল জর্ডান। টানা দুই হারে গ্রুপ পর🔴্ব থেকে ছিটকে গেল দল তারা।

ইরানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে সাবিনারা। পরে দ্বিতিয়ার্ধের আরও দুই🌳 গোল 🍰দেয় ইরান। 

মেলিকা মোতেভাল্লির হেডে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইরান। পরের গোলট🎃িও আসে হেডে। ম্যাচের ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলনুস খোশরাভি। ২১তম মিনিটে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইরানের অধিনায়ক বেহেনাজ তাহেরখানি।

ম্যাচের ৫৫ মিনিটে ফরোয়ার্ড হাজার দাব💎্বাঘির গোলে ৪-০ তে এগিয়ে যায় ইরান।ಌ এর ৬ মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করেন বেহেনাজ।

২০১৪ সালে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ইরানের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদ𝕴েশ। 

আরও সংবাদ