লিগ ওয়ানে লিওঁর বিপক্ষে ম্যাচে খেলার ৭৫ মিনিটে সাবেক বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে তুলে নেন কোচ। মেসি যাতে ইনজুরিতে না পড়েন তাই ছয় বারের ডি’অর জয়ীকে তুলে নেন কোচ। কিন্তু সে ম্যাচেই হাঁটুতে হালকা চোট পেয়েছিলেন মেসি। এজন্য দলের অনুশীল🌠নেও যোগ দেননি তিনি। তাই পরের ম্যাচে মেসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
লিঁওর বিপক্ষে ২-১ গোলে পিএসজির জেতা ম্যাচে বাঁ হাঁটুতে মেসিকে কিছুটা অস্বস্𓆉তি বোধ করতে দেখা যায়। তবে হাতের ইশারায় খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের হাঁ🍸টুর এ সমস্যায় এম আর আই করেছেন বলে জানিয়েছেন লিগ ওয়ান জায়ান্টরা।&♔nbsp;
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ফ🦄ﷺিটনেস আপডেটে পিএসজি জানিয়েছে, "লিওঁর বিপক্ষে ম্যাচে তার বাম হাঁটুতে আঘাত পেয়েছিলেন লিওনেল মেসি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে তার একটি এমআরআই করা হয়েছিল যাতে হাড় ভেঙে যাওয়ার লক্ষণ দেখা গিয়েছে।"
পিএসজি আরও জা༒নায়, "৪৮ ঘণ্টার মধ্যে একটি ﷽ফলো-আপ পরীক্ষা করা হবে।"
যাতে মেসির আর কোনো ক্ষতি না হয় এজন্য মেসিকে এখন বিশ্রাম দেওয়া হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বরꦛ) মেসের বিপক্ষে ম্যাচে খেলবেন না মেসি।
এদিকে মেসি ছাড়াও মার্ꦉকো ভেরাত্তি, স্প্যানি꧟শ সেন্টারব্যাক সার্জিও রামোসও ইনজুরিতে রয়েছেন।