বাবার ক্লাবেই অভিষেক ছেলের 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৯:৪০ পিএম

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামের ছেলেও বাবার পথ অনুসরণ করেছেন। বাবার মতোই ফুটবলকেই ক্যা𒀰রিয়ার হিসেবে বেছে নিয়েছেন। সে ধারাবাহিকতায় এবার আমেরিকার তৃতীয় বিভাগের দলে অভিষেক হয়েছে রোমিও বেকহ্যামের। রোববার (১৯ সেপ্টেম্বর) ক্লাব ফোর্ট লডারডেলের হয়ে মাঠে নামেন তিনি। 

রোমিও বেকহ্যাম

১৯ বছর বয়সী তার বিখ্যাত বাবারবাবার মতোই রাইট উইংয়ে খে🌳লতেই পছন্দ করেন। ইন্টার মিয়ামির রিজার্ভ দলের হয়ে খেলেন তিনি। ছ🦂েলের অভিষেকের দিনে বেকহ্যামের মালিকানাধীন দল সাউথ জর্জিয়া টরমেন্টার সঙ্গে ২-২ গোলে ড্র করে।

অভিষেক ম্যাচ খেলতে পেরে নিজেকে ধন্য মনে করছেন রোমিও। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'পেশাদার ফুটবলে অভিষিক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমার সম্পূর্ণ মনোযোগ এখন পরবর্তী খেলায়।‘

অভিষেকের ম্যাচে অবশ্য নিজের জাত ঠিক মতো চেনাতে পারেননি রোমিও। ৭৯ মিনিট খেলে মাত্র ১৯ বার বলে পা ছোঁয়াতে পারেন তিনি। অবশ্য খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগেই তাকে ♛তুলে নেন কোচ। 

আরও সংবাদ