কলকাতার একাদশে নেই সাকিব

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৭:৪৪ পিএম

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন দুই টাইগার ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন কলকাতা নাইট রাইডার্সের দলে, আর কাটার মাস্টার মোস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরোর বিপক্ষে কলকাতার একাদশে জায়গা হয়নি সাকিব আল হাসানের। এ ম্যাচে টসে জিতে ব্যাট করা🐼র সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্গালুরোর অধিনায়ক বিরাট কোহলি। 

ইয়ন মরগানের নেতৃত্বে কলকাতার একাদশে স্থান পেয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লুকি ফার্গুসন, বেনকাতেশ আইয়া🦄র, 🅠শুভম্যান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাটি, দীনেশ কার্তিক, প্রাসিদ কৃষ্ণা ও ভরুন চক্রবর্তী। 

আরব আমিরা🤡তের শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ স🧸ময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্টিত হবে। 

আট দলের অংশগ্রহণে হচ্ছে আইপিএলের এবারের আসর। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। আর ৭ ম্যাচ খেলে🥀 মাত্র দুই জয়ে চার পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সপ্তম কলকাতা নাইট রাইডার্স। 

করোনার কারণে মাঝপথে বন্ধ হওয়া আইপিএলের বাকি আসর শুরু হয়েছে রো𝕴ববার (১🥀৯ সেপ্টেম্বর)। 

আরও সংবাদ