ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। কিউইদের এমন কান্ডে হতবাক কꩲ্রিকেট বিশ্ব। পাকিস্তান ক্রিকেট꧙ের অনেক তারকা খেলোয়াডেরাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। এবার পাকিস্তানিদের পক্ষে টুইট করলেন ইউনিভার্স বস ক্রিস গেইল।
রোববার (১৯ স⭕েপ্টে🎐ম্বর) এক টুইটে গেইল লেখেন, "আগামীকালই আমি পাকিস্তানে যাচ্ছি, কে যাবে আমার সঙ্গে?"
গেইলের টুইটেꦆর রিটুইট করেছেন পাকিস্তানি বোলার মোহাম্মদ আমির। আমির লিখেছেন, ‘কিংবদন্তি, তো꧟মার সঙ্গে সেখানে দেখা হবে।’
টি-টোয়েন্টির𒈔 এ ফেরিওয়ালা এখন অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে আইপিএলের বাকি অংশ মাতাবেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিও পাকিস্তানিদের প্র🍷তি সমবেদনা জানিয়েছেন।
১৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফিরেছিল পাকিস্তানে☂। এরপর দেশটিতে ꧙সফর করেছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।