চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইয়াং বয়েজের বিপক্ষে মাঠে নেমেছিলেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো। নিজে গোল করে দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে। ম্যাচে নামার আগে ওয়ার্ম আপ করার সময় দুর্ঘটনাবশত এক নারী নিরাপত্তাকর্মীকে বল দিয়ে আঘাত করেন এই পর্তুগিজ। ম্যাচে শেষে সে নারীকে জার্সি উপহার দিয়েছেন সিআর৭।
ঘটনাটি ঘটেছিল ম্যাচের൩ আগে গা গরম করার সময়। গোলে শট নিচ্ছিল🐬েন তিনি, এমন সময় বল টাচলাইনের পিছনে দাঁড়িয়ে থাকা এক নারী নিরাপত্তাকর্মীকে মাথার পেছনের অংশে যথেষ্ট জোরে আঘাত করে। বলের আঘাতে তাৎক্ষণিকভাবে মাটিতে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গেই মাঠের স্বাস্থ্যকর্মীরা ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন তাকে। তিনি সুস্থ আছেন কিনা তা দেখার জন্য রোনালদোও সেখানে যান। তবে খুব একটা গুরুতর চোট পাননি তিনি। এরপর ম্যাচ শেষে রোনালদো তাঁকে নিজের 𓆉জার্সি উপহার দেন।
ম্যাচ শেষে ইয়ং বয়েজ খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদলানোর পরিবর্তে, সে জার্সিটি নারী নিরাপত্তাকর্মীকে উপহার দেন পাঁচবারের ব্যালন ডি'অর তারকা।
গোল করলে রোনালদ𝄹ো যেমন উৎযাপন করেন ঠিক তেমন উৎযাপন করতে দেখা যায় সে নারী নিরাপত্তাকর্মী🌃কে।
ম্যাচে রোনালদো গোল ജকরেলেও হারতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। শেষ মিনিটের গোলে ২-১ জিতে মাঠ ছাড়ে ইয়াং বয়েজ।