উয়েফার বর্ষসেরা ইতালির জর্জিনিয়ো

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৫:০৫ পিএম

তুরস্কের রাজধানী ইস্তাবুলে চ্যাম্পিয়ন্স লিগের ২০২১-২২ মৌসুমের ড্রয়ের অনুষ্ঠানে ঘোষণা করা হয় উয়েফার ব💦র্ষসেরা খেলোয়াড়ের। ইউরো-২০ ও  চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন ইতালি ও চেলসির মিডফিল্ডার জর্জিনিয়ো।  𒊎;

এ পুরস্কার জিততে তিনি হারিꦐয়েছেন মিডফিল্ডার ম্যানচেস্টꦍার সিটির কেভিন ডি ব্রুইনে ও ক্লাব সতীর্থ এনগোলো কন্তেকে। 

জর্জিনিয়োর পয়েন্ট ছিল ১৭৫। ডি ব্রুইনে ও কন্তে পেয়েছেন যথাক্রমে ১৬৭ ও ১৬০ পয়েন্ট। ১৪৮ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন মেসি। নবম স্থানে থাকা ক্রিস্তিﷺয়ানো রোনালদো পেয়েছেন মাত্র ১৬ পয়েন্ট। 

বর্ষ💎সেরা কোচ হয়েছেন চেলসির টমাস টুখেল। বর্ষসেরা গোলকিপার চেলসির এডোয়ার্দ মেন্দি। 

এছাড়া বর্ষসেরা ডিফেন্ডার ম্যান সিটির রুবেন✱ দিয়াজ ও বর্ষসেরা ফরোয়ার্ড ডর্টমুন্ডের এরলিং হ্যালান্ড। 

আরও সংবাদ