মেসির পিএসজির প্রতিপক্ষ সিটি, সহজ গ্রুপে রিয়াল 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৩:৩০ পিএম

আবারও শুরু হচ্ছে ফুটবল ভক্তদের রাত জাগার উপলক্ষ্য। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে। এরই ✅মধ্যে এর ড্র হয়েছে তুরস্কের ইস্তাম্বুলে।

মেসির দল পিএসজি পেয়েছে গতবারের রানার্স আপ ম্যানচেস্টার সিটিকে। অপরদিকে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দল𒅌 রিয়াল মাদ্রিদ সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে মাদ্রিদের🔯 ক্লাবটি। 

অন্যদিকে ২০১৯–২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালে ৮–২ গোলে বিধ্বস্ত হওয়া বার্সেলোনা এবার গ্রুপ পর্বেই খেলত𒉰ে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

তুলনামূলক কঠিন গ্রুপে হয়েছে গ্রুপ ‘বি’। এই গ্রুপে রয়েছে লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগের ল🔯িভারপুল, ইতালির এসি মিলান ও পর্তুগালের ক্লাব পোর্তো। 

আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে প্রথম রা🌃উন্ডের খে𝓀লা।

চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ- 

‘এ’ গ্রুপ: ম্য𒐪ানচ🔜েস্টার সিটি, পিএসজি, লাইপজিগ, ক্লাব ব্রুগ

‘বি’ গ্রুপ: আত💮লেতিকো ಞমাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান

&ls💧quo;সি’ গ্রুপ: স্পোর্টিং লিসবন, বরুশিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেসিকতাস

‘ﷺডি’ গ্রুপ: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, শেরিফ তিরাসপুল

‘ই’⭕ গ্রুপ: বায়ার্ন মিউনিখ, ꧋বার্সেলোনা, বেনফিকা, দিনামো কিয়েভ

‘এফ’ গ্রু: ভিয়ারিয়াল, 🔯ম্যানচেস্টার ইউনাইটেড, আতালান্তা, ইয়াং বয়েজ

‘জি’🃏 গ্রুপ: লিল, সেভিয়া, সালসবুর্ক, ভলফসবুর্ক

‘এইচ’ গ্রুপ: চেলসি, ইউভেন্তুস, জেনিথ সেন্ট পি𝄹টার্সবার্গ, মালামো

আরও সংবাদ