নারীদের এশিয়া কাপে সিলেট স্টেডিয়ামে শুক্রবার (৭ অক্টোবর) মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড ও সংযুক্ত❀ আরব আমিরাতে▨র মেয়েরা। দিনের প্রথম ম্যাচে আমিরাতকে ১৯ রানে হারিয়েছে থাই মেয়েরা।
টস হেরে ব্যাটিংয়ে নামে থাইল্যান্ড। দলের মাত্র ৭ রানে আউট হন ওপেনার নান্নাপাট কনচরোয়েঙ্কাই। তবে আরেক ওপেনার নথকান চনথাম দলীয় অধিনায়ক নারুয়েমল চাইওয়াইকে সঙ্গে নিয়ে বড় ইনিংসের পথে হাঁটেন। তবে দলের ৩২ রানে চনথাম ব্যক্তিগত ১২ রানে আউট হন। চাইওয়াই দলের পক্ষে সর্বোচ্চ ৫২ বলে অপরাজিত ৩৭* রান করেন। বাকি ব্যাটারদের মধ্যে সোর্ননারিন টিপ্পোচ ২৫ ও রোজ💞েনান কানোহ ১৯ রান করেন। থাইল্যান্ডের ইনিংস থামে ৪ উইকেটে ১০৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় আমিরাত। ইশা ওজা ৩ রানে ফেরেন। দলীয় ৩৭ রানে তীর্থ সতীশ ৬ রানে আউট হন। দলের ৫৫ রানে ইনিংসের সর্বোচ্চ স্কোরার কবিশা এগোডেজকে ২৯ রানে হারায় আমিরাত। পরের ব্যাটারদের মধ্যে অধিনায়ক ছায়া মুগল ১৭ রান করেন। শেষ দিকের তিন ব্যাটার আউট হন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই।
আমিরাতের ইনিংস থামে ৮ উইকেটে🎃 ৮৯ রানে। থাইল্যান্ড জয় পায় ১৯ রানে।
এই জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এসেছে থা꧒ই মেয়েরা। আগের ম্যাচে টুর্নামেন্টের ফে💞বারিট পাকিস্তানকে হারিয়েছে তারা।