মেসির টিস্যুর দাম ৮ কোটি টাকা! 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৪:৪৯ পিএম

স্প্যানিশ ক্লাব বার্সোলোনার সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসির ব্যবহৃত টিস্যুর দাম সাড়ে আট কোটি টাকা। চোখ কপালে ওঠার মতোই অবস্থা। সাবেক ক্লাব বার্সেলোনার বিদায়ী সম্মেলনে চোখের পানি মুছতে যে টিস্যু পেপার মেসির স্ত্রী আন্তোনেলা দিয়েছিলেন, তা এক ব্যক্তি তুলে নিয়ে ঘোষণা করেছেন যে তিনি এটিকে সাড়ে আট কোটি টাকায় বিক্রি করবেন। 
 
মেসির ব্যবহৃত এ টিস্যুটি বিক্রি করার জন্য একটি জনপ্রিয় সাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন সেই ব্যক্তি। সেই ব্যক্তি দাবি করে🐻ছেন যে, টিস্যুতে মেসির জেনেটিক 💜উপাদান রয়েছে যা আপনাকে তার মতো ফুটবল খেলোয়াড় হতে সাহায্য করবে। 

টিস্যু পেপারের সঙ্গে মেসির রয়েছে ঘনিষ্ঠ সম্ౠপর্ক রয়েছে। মেসির সঙ্গে বার্সার প্রথম চুক্তি হয়েছিল একটি খাবারের দোকানে। যেখানে বার্সার তৎকালীন টেকনিক্যাল সেক্রেটারি রেক্সাক মেসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করার জন্য একটি টিস্যু প♔েপার দোকান থেকে চেয়ে নিয়েছিলেন। 

                 এই টিস্যুর দামই সাড়ে আট কোটি টাকা 

বলা যায় সেই টিস্যু পেপারটিই এখন ইতিহাসের অংশ। সেটি এখন একটি কাঠের ফ্রেমে সংরক্ষণ করা হয়েছে। মেসি যেমনটা ব🐽লেছিলেন, "বার্সেলোনা কেবল একটি ক্লাবের চেয়ে বেশি!"

বিদায়ী সংবাদ সম্মেলনে মেসি বলেছিলেন, &quoಌt;১৩ বছর বয়সে এই ক্লাবে এসেছিলাম আমি। আজ প্রায় ২১ বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। ক্লাবটাতে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত। এভাবে বিদায় নিতে হবে কখনো ভাবিনি। মনে হয় না কেউই ভেবেছে। চেয়েছিলাম মাঠভর্তি দর্শকের শেষ একবারের অভ্যর্থনার মধ্যে বিদায় নিতে।" 

মেসি আরও বলেন, "দেড় বছর ধরে মাঠে আমাদের সমর্থকদের দেখতে পাইনি। তাঁদের না দেখে বিদায় নিতে হচ্ছে, এই ব্যাপারটাই বেশি কষ্ট দিচ্ছে। তবে আমি এখানে আবার ফিরব, এটা আমার ঘর। আমার সন্তানদেরও আমি কথা দিয়েছি, আমি আবার এখানে ফিরে൲ আসব।" 

বার্সোলোনার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল ও ৩০৫টি অ্যাসিস্ট রয়েছে মেসির। ক্লাবের হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কোপা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি উয়েফা সুপার কাপ ও ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে মেসির। দেশের হয়ে তিনি জিতেছেন কোপা আমেরিকা। এছাড়া ৬টি ব্যালন ডি'অরের মালিক তিনি।

আরও সংবাদ