জাতীয় দলের খেলার বাইরে থাকা খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ করে দিতে এইচপি ও ‘এ’ দলের মধ্যকার একটি সিরিজের আয়োজন করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ সিরিজে তিনটি ওয়ানডে ও দুইটি চারদিনের ম্যাচ খেলবে ক্রিকেটাররা।ꦓ এজন্য এইচপি ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট 👍বোর্ড (বিসিবি)। ২২ সদস্যার এ দলে স্থান পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করা ক্রিকেটাররা।
১৯ আগস্ট থেকে এইচপি দলের ট্রেনিং ক্যাম্প শুরু হবে চট্টগ্𒁏রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিস✅ুল ইসলাম।
উইকেটরক্ষক : ইমরানউজ্জামান ইমরান, আকবর আলী।
স্পিনার : মিনহাজুল আবেদিন আফ্রিদি, রকিবুল হাস🐼ান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন।
পেসার : শফিকুল ইসলাম, মুকিদুল 🌌ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুꦉরী সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
এইচপি ও ‘এ’ দলের মধ্যকার সিরিজটিতে তিনটি ওয়ানডে ও দুইটি চারদিনের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। আগামী ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে ও ৯ সেপ্টেম্বর চারদিনের ম্যাচ অন💛ুষ্ঠিত হবে চট্রগ্রামে।