মেসির জার্সি বিক্রি করেই এত আয় পিএসজির! 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৮:৩৫ পিএম

প্যারিসের ক্লাবটির হয়ে স্বাক্ষর করার পরেই মেসির ৩০ নম্বর জার্সি🍒র সংকট দেখা গিয়েছে। ২০ মিনিটের মধ্যেই শেষ হয়েছে মেসির নামের সব জার্সি। এক ভিডিওতে ক্লাবের অফিশিয়াল স্টোরের সামনে মেসির জার্সির জন্য সমর্থকদের লম্বা লাইন দেখা যায়। 

𒊎ফ্রান্সের এক সাংবাদিকের তথ্যমতে🥀, নাইকি ধারণা করছে এই সিজনে মেসির প্রায় ১০ মিলিয়নের বা ১ কোটির মতো জার্সি বিক্রি হবে। 

নিউজ এজেন্সি র💮য়টার্সের তথ্যমতে, পিএসজির অফিশিয়াল স্টোর থেকে অন্যান্য চার্জসহ একটা জার্সির দাম পড়বে প্রায় ১💧৬৫ ইউরো বা ১৯৪ ডলার!

অফিশিয়ালি প্রতি জার্সির মূল্য ১৫৮ ইউরো করে হলেও ১০ মিলিয়💝নের দাম প্রায় ১৫৮০ মিলিয়ন বা ১.৫৮ বিলিয়ন ইউরো, যা মেসির পেছনে ꦍপিএসজির খরচের প্রায় ২২ গুণ বেশি! 

সংবাদ 🧔সংস্থা সিএনবিসির তথ্যানুসারে মেসির সাইনিং বোনাস ছিল ৩১ মিলিয়ন এবং বার্ষি🐷ক বেতন পাবে ৪১ মিলিয়ন।

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি সংবাদ মাধ্যমে জানিয়েছিল, “মেসির থেকে প্রাপ্ত আয়ের বিষয়ে জℱানলে বিশ্ব হতবাক হবে।” 

হতবাক হওয়ার মতো বিষয়ই। বলতে হবে মেসিকে ♔তাহলে খুব কম খরচেই পেয়🥃ে গেছে পিএসজি।

আরও সংবাদ