মেসির শূন্যতা যেভাবে পূরণ করতে চান কোমান

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৮:১৭ পিএম

১৭ মৌসুম পর মেসির জাদু থেকে বঞ্চিত হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সোলোনা। কাতালান ক্লাবটি তাদের সর্বকালের সেরা খেলোয়াড়কে ছাড়াই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে। ব্লাউগ্রানা বস রোনাল্ড কোমান আবারও বলেছেন যে আর্জেন্টাইন আইকন লিওনেল মেসি ‘ব🔥িশ্বের সেরা খেলোয়াড়’। কিন্তু তিনি আর ন্যু ক্যাম্পে নেই। মেসির পরিবর্তে আনসু ফাতি এবং ফিলিপে কৌতিনহো চ্যালেঞ্জ জানানো🐎র জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কোমান। নতুন মৌসুম শুরুর আগে সংবাদ মাধ্যম ইএসপিএনকে এসব কথা জানান কোমান।

আর্থিক সমস্যার কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি করতে সম🐠র্থ হয়ন🐟ি বার্সা। ফলে ফ্রি এজেন্ট হিসাবে লিগ ওয়ান জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মেসি।

স্কোয়াডে মেসির শূন্যস্থান পূরণ করা কোমানের জন্য অসম্ভব। সংবাদ মাধ্যম ইএসপিএনকে এমন কথাই জানান কোমান বলেন, “আমাদের বুঝতে হবে যে একজন খেলোয়াড় কখনো সারাজীবন খেলবেꦫন না। আপনাকে এই বিষয়ে কথা বলা বন্ধ করতে হবে কারণ এখন আমাদের নতুন মৌসুমে মনোযোগ দিতে হবে। আমাদের অনেক নতুন খেলোয়াড় আছে এবং আমরা তাদের নিয়ে এগিয়ে যাবো।”

তরুণদের নিয়েই এগিয়ে যেতে চান কোচ। বলেন, “এ🎀ই মৌসুমে আমাদের স্কোয়াডে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে এবং এটি ভবিষ্যতের জন্যও। আমরা এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কাজ করছি এবং এই বিষয়ে আমাদের ফোকাস থা💮কা এবং গত কয়েক দিনে কী ঘটেছিল তার উপর মনোযোগ না দেওয়াটা সত্যিই গুরুত্বপূর্ণ।”

ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী বিদায় নেওয়ায় অবাক হয়েছিলেন কোচ। জানান, “আমি জানতাম ক্লাব, লিও ಞমেসি এবং লিগের মধ্যে একটি কঠিন পরিস্থিতি ছিল। কিন্তু মেসিকে ক্লাবে রাখার সম্ভাবনা ছিল। এটি সময় সাপেক্ষ ব্যাপার ছিল। আমি শুনে অবাক হয়েছি যে তিনি বার্সেলোনার হয়ে আর খেলতে পারবেন না। আমি জানতাম ক্লাবের আর্থিক অবস্থা ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছিল। আমি মনে করি বিষয়টা কঠিন ছিল। কারণ আমরা শুধু একজন সাধারণ খেলোয়াড়ের কথা বলছি না। আমরা লিও মেসির কথা বলছি, অনেক মৌসুম ধরে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা সবাই হতাশ হয়েছিলাম যে তিনি এই মৌসুমে আমাদের হয়ে আর খেলবেন না।"

হতাশা থেকে বের হতে চান কোমান। তিনি বলেন, "ঠিক আছে, আপনাকে দ্রুত পরিবর্তন করতে হবে। কারণ নতুন মৌসুম শুরু হওয়ায় আপনি হতাশায় থাকতে পারবেন না। আপনাকে বুঝতে হবে গতকয়েক দিনের মধ্য আমরা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছি। মেসি বলতে ඣএই ক্লাবে অনেক কিছু বোঝায়।"

দক্ষিণ আমেরিকান সুপারস্টারের অনুপস্থিতিতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন কোমান, "অবশ্যই গোল করতে আমাদের আরও বেশি অসুবিধা হবে। গত মৌসুমে মেসি ৩০টি গোল করেছিলেন। তাই অন্যান্য খেলোয়াড়দেরꩲ আরও এগিয়ে আসতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নিতে হবে। ব্যকও্তিকে ফোকাস না করে আমাদের দলগত খেলা খেলতে হবে।"

দলের সবাইকে আরও কঠোর পরিশ্𝔉রম করে লক্ষ্য অর্ꦿজন করাই কোমানের চাওয়া, "এটা সবসময় একজন খেলোয়াড়ের দায়িত্ব না, আপনাকে এটা একসাথে করতে হবে। আশা করছি, আনসু ফাতি এবং কৌতিনহোর মতো খেলোয়াড় চোট থেকে ফিরে আসবে। তারপর আমাদের দলটি আরও শক্তিশালী হবে। আমরা আরও কঠোর পরিশ্রম করব, মানুষ যা আশা করে তা অর্জনের জন্য আমরা আরও বেশি কিছু করব।"

দলের খেলোয়াড়দে꧑র ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় কোচ। বলেন, "আমরা এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের বুঝতে হবে যে মৌসুমের শুরুটা কঠিন হবে। অন্য সব ক্লাবের মতো আমরাও কোভিড পরিস্থির মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু এখনও আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে। তাই আমরা সব খেলোয়াড়কে খেলার জন্য দলে রাখতে পারছি না, এখনো অনেক ভালো খেলোয়াড় দলের বাইরে আছে।"

প্রাক মৌসুমের পারফরম্যান্স নিয়ে আশাবাদী কোচ। বলেন, &q🐠uot;আমরা প্রাকমৌসুমে ভালো করেছি, আমাদের তরুণ খেলোয়া♉ড় আছে। যদি আমাদের সব খেলোয়াড় চোট থেকে ফিরে আসে তবে আমাদের স্কোয়াড আরও শক্তিশালী হবে।"

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২১-২২ মৌসুমের লিগা অভিযান শুরু করবে💝 বার্স🧜া।

আরও সংবাদ