বোলারদের ধৈর্যহারায় হতাশ ডমিঙ্গো

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০১:৪৯ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সুবিধা করতে পারছে না বাংলাদেশ। এবার ব্যাটিং সংকট কিছুটা কাটিয়ে উঠলেও বোল๊ারদের বিপর্যয় এড়ানো যাচ্ছে। তাদের ধৈর্যহারায়🦩 হতাশ প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলার﷽রা উইন্ডিজ বোলারদের ওপর চড়াও হয়ে খেললেও এরপর আর সুবিধা আদায় করতে পারেনি। কাইল মেয়ার্সের সেঞ্চুরির সুবাদে বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে তারা। দ্বিতীয় দিনশেষে ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানের লিডও🐭 নিয়েছে ক্রেইগ ব্রাথওয়েটরা।

বোলারদের এমন ধৈর্যহীন আচরণ হতাশ করেছে বাংলাদেশের♈ কোচ ডম♛িঙ্গোকে।

দ্বিতীয় দিনের খেলা শেষে টাইগার কোচ বলেন, “এই মুহূর্তে গল্পটা টেস্ট ক্রিকেটে যেমন হয়, তেমনই। একটা 𒁏সেশন ভালো যায় তো আরেক সেশন খুবই বাজে। হয়তো ছেলেরা অধৈর্য হয়ে গিয়েছিল। টানা ভালো বোলিং করে ওদের চাপে ফেꩵলতে পারিনি আমরা। এটা প্রথম সেশনে পেরেছিলাম। খুবই হতাশার সময়।”

ডমিঙ্গো আরও বলেন, “প্রথম সেশনে আমরা অসাধারণ বোলিং করেছ♕ি। কিন্তু বিরতির পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু হালকা বলও হয়েছে। যথেষ্ট পরিমাণে ধৈর্য ছিল না। সুতরাং কিছু ভুল হয়েছে।ꦜ”