বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেটের মালিক হয়েছেন তিনি। অজিদের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে এ রেকর্ড গড়েন তিনি। এছাড়া প্রথম বাং꧂লাদেশী হিসেবে ১০০০ রান ও ১০০ উইকেটের মালিক হয়েছেন সাকিব।
আজকের ম্যাচ শুরুর আগে সাকিবের উইকেট ছিল ৯৮। সাকিবের ফুল লেংথের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ম্যাথু ওয়েড। নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।&n🅠bsp;
অফস্টাম্পের বাইরে পড়া বলে কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন অ্যাশটন টার্নার। 🧸এর🦋 মাধ্যমেই র্আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেট হয়ে গেল সাকিবের।