ইন্ডিয়ান প্রিমিয়ার 🍨লিগের (আইপিএল) চলতি আসরের ৩২তম ম্যাচে পঞ্জাব কিংসের বিপক্ষে দাপুটে বোলিং করেছে মোস্তাফিজুর রহমানের দিল্🍌লি ক্যাপিটালস। ম্যাচে দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলেছে ১১৫ রান।
বুধবার (২০ এপ্রিল) মুম্বাইয়ের ব্রাবোন স্টেডিয়ামে টস জিতে 🌌প্রথমে🌟 বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ।
ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে ঝড়ো সূচনা করেছিল পঞ্জাব। কিন্তু চতুর্থ ওভারে ধাওয়ানের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। দলীয় ৩৩ রানে ললি🎉ত যাদবের বলে উইকেটের পিছনে পান্𓆏থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধাওয়ান।
ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই বিপজ্জনক হতে যাওয়া আগারওলালকে বোল্ড করেন মোস্তাফিজ। ১৫ বলে ২৪ রান করা পঞ্জাব অধিনায়ক ফিজের বলটি ব্𓃲যাট দিয়ে আটকাতে গিয়ে স্ট্যাম্পে আঘাত করে।
এরপর দ্রুত জনি বেয়ারস্টো (৯) ও লিয়াম লিভিংস্টোন (২) অল্প♍তেই সাজঘরের পথ ধরলে অল্পতে গুঁটিয়ে যাবার শঙ্কায় পড়ে।
এরপর জিতেশ শর্মাꦜ ২৩ বলে ৩২ কಌরলেও ৯২ রানে ৮ উইকেট হারিয়ে বসে পাঞ্জাব। শেষ পর্যন্ত ধুঁকতে ধুঁকতে তারা পৌঁছায় ১১৫ পর্যন্ত।
মোস্তাফিজ ৪ ওভা🐻রে ২৮ রান দিয়ে এౠকটি উইকেট শিকার করেন। এছাড়া অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুলদ্বীপ যাদব ও খলিল আহমেদ প্রত্যেকে নেন ২টি করে উইকেট।