ইন্ডিয়ান প্রি💮মিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে আজ পঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। ﷺম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্থ।
বুধবার (২০ এপ্রিল) মুম্বাইয়ের ব্রাবোꦫন স্টেডিয়ামে আ🐬সরের ৩২তম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়।
দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পান্থౠ (অ♛ধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, সরফরাজ আহমেদ, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
পঞ্জাব কিংস একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়ไাল (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শাহরুখ খান, ন্যাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব অরোরা ও আর্শদ্বীপ সিং।
বিস্তারিত আসছে…