ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৩১তম ম্যাচে লখ⛦নৌকে ১৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন প্রথমে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত সময়ে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে ২ উইকেট 𓃲হাতে থাকলেও ১৬৩ রানে থামে নবাগত দলটি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করত🎃ে নেমে শুরুতেই বিপদে পড়ে বেঙ্গালুরুর ব্যাটাররা। শ্রীলঙ্কান পেসার দুশমন্ত চামিরার ইনিংসের প্রথম ওভারে দলীয় ৭ রানেই বিদায় নেন অনুজ রাওয়াত (৪) ও কোহলি (০)।
এরপর꧑ ব্যাটিংয়ে নেমে অজি গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুলেন। তবে বেশিক্ষণ টিকে ইনিংস বড় করতে পারেননি। মাত্র ১১ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন এই হার্ডহিটার। তরুণ ব্যাটার সুয়াশ প্রভুদেশাই ৯ বলে করেন ১০। দলীয় ৬২ রানে ৪ উইকেট হারা🦋নো বেঙ্গালুরু ম্যাচে ফেরে ডু প্লেসির সঙ্গে শাহবাজ আহমেদের ৪৮ বলে ৭০ রানের জুটিতে।
১৬তম ওভারে শাহবাজ রানআউটের কবলে পড়লে ভাঙে এই জুটি। শাহবাজ ১ চারের বিনিময়ে করেন ২২ বলে ২৬ রান। তবে ফা ডু প্লেসি একদম শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে যান। ইনিংসের এক বল বাকি থাকতে তিনি আউট হন সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে। ৬৪ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৬ রান করে জেসন হোল্ডারের শিকার♈ হন প্রোটিয়া এই তারকা।
লখনৌর বোলারদে♏র মধ্যে ২টি করে উইকেট নেন দুশমন্ত চামিরা আর জেসন হোল্ডার।
জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লখনৌ। পাওয়া🐻র প্লেতে ৪৪ রানের মধ্যেই ওপেনার ডি কক (৩) ও মনীশ পাণ্ডে (৬) ফিরে যান। এরপর অধিনায়ক লোকেশ রাহুলও ব্যক্তিগত ৩০ রানে ফিরে যান দলকে হারানোর শঙ্কায় ফেলে।
১০৮ রানে পঞ্চম শিকারের আগে ২৮ বলে ৪২ রান করা ক্রুনাল পান্ডিয়া দলের সর্বোচ্চ ইনিংস খেলেন। হারানো দলটির꧋ শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান। মারমুখী চেহারায় হাজির মার্কাস স্টয়নিসকে (১৫ বলে ২৪) ১৮তম ওভারের দ্বিতীয় বলে জশ হ্যাজেলউড আউট করলে শেষ আশাটাও যে💦ন শেষ হয়ে যায় লখনৌর।
শেষ ওভারে জেসন হোল্ডার দুই ছক্কা হাঁকালেও হারের ব্যবধানই শুধু কমিয়েছে। ৯ বলে ১৬ করে আউট হন ক্যারিবীয় অলরাউন্ডার। ফলে ৮ উইকেটে ১৬৩ রা🌃নেই থামে লখনৌর ইনিংস। বেঙ্গাঙ্গালুরুর অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড ২৫ রানে নেন ৪টি উইকেট। হার্শাল প্যাটেলের শিকার ২টি।